প্রজাপতি ওড়না ছড়িয়ে
ফুলের ওই কানে কানে
ভ্রমর এসে গুনগুনিয়ে
ফাগুনের আবীর ছড়ালো কেন?।


নদী ওই সাগর পানে যায়
রাত ওই আলোর দিকে যায়
পাখিরা বনে ওই আপন মনে গায় কেন?।


কলি বলে কুসুম হয়ে ফুটবো
অলি বলে আমিও এসে জুটবো ।


গানে গানে মন ছড়িয়ে দেই
আমি আজ আমাতে আর নেই
মন যে উতলা বারণ মানে না কেন?।