কারো মনে দিও না আঘাত
সে আঘাত লাগে কাবার ঘরে।
মানুষেরে তুমি যত কর ঘৃণা
খোদা যান ততো স’রে।।


একটি মানুষে খু’শি করা, আর
হজ্ব ক’রে আসা হাজার বার
কি হবে তাহার খোদার দিদার
দোজখ হারাম তার তরে।।


ব্যাথিত বুকের হাহাকার, আর
অশ্রু চোখের-
ফুল ঝরে যায়, পানি যে শুকায়,
বেহেশতের,-
টলমল করে খোদার আরশ
ব্যাথিত যখন রোদন করে।


তুমি কি চিনেছ তোমার খোদায়
মসজিদে আর নামায রোযায়?
হায় মূঢ়, খোদা হৃদয় ক্বাবায়
সব মানুষেরি অন্তরে।।