বুঝিনা মন যে দোলে বাঁশির সুরে
আমি যে পারি না গো রহিতে ।।


মন যে আমার হারিয়ে ফেলেছি
আমি যে ভালো তোমাকে বেসেছি
সুরে সুরে তুমি মোরে
আর ওগো ডেকো না ।।


তুমি যে আমার জীবনে এসেছো
হৃদয়ে আমার প্রদীপ জ্বেলেছো
কথা দাও প্রিয়তম
দূরে সরে আর ওগো রেখো ।।