বাইরে বৃষ্টি ঝরা বাতাসেরও শিসটি
তুমি যদি কাছে থাকো লাগে আরো মিষ্টি ।।
বকুলেরও গন্ধে
বাদলেরও ছন্দে
একটি কবিতা এসো করি আজ সৃষ্টি ।।
রিমঝিম বরষার মেঘ মেঘ মনটি
কথায় মায়ায় এঁকে রাখি এই ক্ষণটি ।
ঝরো ঝরো লগ্নে
মন্থরো স্বপ্নে
মন যে ভোলায় কালো চোখে মায়া দৃষ্টি ।।