আহা মিষ্টি ভারি মিষ্টি
ঝরো ঝরো শ্রাবণেরও বৃষ্টি ।।
জল থৈ থৈ মনো নাচে
তুমি আছো কাছে কাছে
এই স্বপ্ন ভরা সৃষ্টি ।।
বৃষ্টি ঝরা মাঠে আহা
আলোর ঝিলিমিলি
তোমার সুর আমার গান
এক হয়ে যায় মিলি ।
সবুজ বনে শ্যামল ছায়া
মনের কোণে জাগায় এতো মায়া
তাই তো তুমি মধুর এতো
যেন বৃষ্টি আহা বৃষ্টি ।।