মনের কথা মনেই থাকুক,
মন তো ভীষণ একা গো।
কথার ব্যাথা ভাবছে ভীষণ,
বিষন্নতায় ভিজছে গো।


গত'র সাথে গানের ঘাঁ তে ,
আজ আসে কালকে গো।
কালের সাথে কাল পোহাতে,
প্রদীপ হাতে ভাবছি গো।


জ্বলছে প্রদীপ, ঝলসা সুতো,
স্বপ্ন সিঁড়ি বাইছি গো,
মনের কথা মনেই থাকুক,
মন তো ভীষণ একা গো ।


একার সাথে সুর মেলাতে,
ঝলসা সুতো ধর‌ছি গো।