হে পাক সুবহান
হে পাক সুবহান, মহিয়ান গরিয়ান;
সমীপে তোমার প্রার্থনা।


গঞ্জমুখফির গোপন দেশে;
ছিলে তুমি আপন বেশে।
ইচ্ছে হলো প্রকাশ হতে, পূর্ণ করতে বাসনা।।


আপন নূরকে করে খণ্ডন;
মোহাম্মদ হয় নামকরণ।
তথা হতে সকল সৃজন, কি অপরূপ মহিমা।।


নফী রূপে ছিলে হেথায়;
এজবাত হয়ে আসলে এথায়।
এই রহস্যের অন্ত কোথায়, আতাউর তা বুঝলো না।