বহুরূপে বহু রঙে
খেলিতেছো নিরঞ্জন
বহু সাজে কারু কাজে, গঠলেন ত্রিভুবন।।


তোমার কোলে, তুমি সৃজন;
তোমার ইচ্ছা, তুমিই পূরণ।
তোমার কার্য, তুমি করণ, ইচ্ছা হয় যেমন।।


ভাঙ্গা গড়ার দারুণ খেলা;
নবরূপে ছুটে চলা।
তুমি নিত্য, তুমি নীলা-তুমি চিরন্তন।।


 তুমি গুপ্ত, তুমি ব্যাপ্ত,
তুমি বন্ধন, তুমি মুক্ত।
তুমি সুক্ষ্ম স্বতন্ত্র-প্রকাশ ও গোপন।।


তুমি দৃষ্টি, তুমি দর্শন;
তুমি ধ্বনি, তুমিই শ্রবণ।
তুমি করো তোমার ভজন, আতাউর অজ্ঞান।।