আতাউর রহমান পিন্টু

জন্ম ৩০ নভেম্বর
জন্মস্থান পায়ব (বড়বাড়ি) মুরাদনগর, কুমিল্লা, বাংলাদেশ
বর্তমান নিবাস পায়ব (বড়বাড়ি), মুরাদনগর, কুমিল্লা, বাংলাদেশ
পেশা সুরকার বংশীবাদক ও মরমী গায়ক
শিক্ষাগত যোগ্যতা এসএসসি

কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন জাহাপুর ইউনিয়নের পায়ব গ্রামে ১৯৮৭ খ্রিষ্টাব্দের ৩০ নভেম্বর জন্মগ্রহণ করেন এই মরমী কবি। প্রয়াত মরমী সাধক ফকির মোতাহার হোসেন মুন্সি (রহ:) এবং মাতা সাজিয়া খাতুন ভূইয়ার চার সন্তানের সর্বকনিষ্ঠ সন্তান এই কবি শৈশব কাল থেকেই তার পিতার নিকট আধ্যাত্মিকতাবাদ, সুফিবাদ ও গুরুবাদ বিষয়ের উপরে দীক্ষা গ্রহণ করেন। একাধারে তিনি বংশী বাদক, গায়ক, পরহিতকারী একজন গুরুপ্রেমী ও সহজ মানুষ হিসেবে এলাকায় সমধিক পরিচিত।

আতাউর রহমান পিন্টু গানের পাতায় নতুন যোগ দিয়েছেন।


Lyrics RSS

এখানে আতাউর রহমান পিন্টু-এর ২টি গানের কবিতা পাবেন।

   
তারিখ শিরোনাম মন্তব্য
০২/০৪/২০২৫ হে পাক সোবহান
০২/০৪/২০২৫ বহুরূপে বহুরঙে

This is the profile page of Ataur Rahman Pintu. You'll find a list of Bangla song lyrics of Ataur Rahman Pintu on this page.