. বাউন্ডুলে মনটা বাউল
সুর তুলেছে একতারায়,
দিক প্রকৃতি ডাক দিয়েছে
মন মজেছে রূপ কথায়।
বাউন্ডুলে মনটা বাউল
সুর তুলেছে একতারায়।
বদ্ধ ঘরেই কাটলি জীবন,
পালটিয়ে ভোল যখন যেমন,
রঙ্গ রসে থাকলি মগণ,
রসটা আসল কে চেনায়।
বাউন্ডুলে মনটা বাউল
সুর তুলেছে একতারায়।
মন কুঠিটার জানলা দুয়ার,
খুলে বাহির দেখ না এবার,
পাগল করা প্রেমের পাথার,
রামধনু রঙ মন লুভায়।
বাউন্ডুলে মনটা বাউল
সুর তুলেছে একতারায়।
সুখ অ-সুখে কাটলো সময়,
আধেক জীবন ব্যতীত ঘুমায়,
জগত চেনার ফিকির ভুলায়,
আত্মা চেনার কর উপায়।
বাউন্ডুলে মনটা বাউল
সুর তুলেছে একতারায়।
ভেবে চলে অধম কবি,
দিন শেষে কে আপন র’বি,
বিদায় নিলে ভুলবে সবি,
আখের এখন নে গুছায়।
বাউন্ডুলে মনটা বাউল
সুর তুলেছে একতারায়।।