তুমি আসবে
তুমি আসবে তাই সাজঘর জুড়ে স্বপ্নের আনাগোনা
তুমি আসবে তাই লোক মুখে মুখে জল্পনা কল্পনা।
তুমি আসবে তাই এখনো কাননে ফোটেনি হাসনুহানা
তুমি আসবে তাই আগামী সুখেরা খুঁজে ফেরে ঠিকানা।
তুমি আসবে তাই পিছিয়ে গিয়েছে মধুচন্দ্রীমা রাত
তুমি আসবে তাই খবর কাগজে ব্যস্ত প্রতি প্রভাত।
তুমি আসবে তাই বাতাসের বুকে শিউলি ফোটার গন্ধ
তুমি আসবে তাই সদর দুয়ার কখনো করিনি বন্ধ।
তুমি আসবে তাই রাস্তার মোড়ে নিশিপদ্মের ভীড়
তুমি আসবে তাই যখন তখন বরষার ঝিরি ঝির।
তুমি আসবে তাই কথা না রেখে সেজন গিয়েছে চলি
তুমি আসবে তাই গুন গুন গানে মুখর শহরতলি।
তুমি আসবে তাই ফেরিওয়ালাটা জমিয়ে রেখেছে হাসি
তুমি আসবে তাই দিগন্ত ছেয়ে অমল আলোর রাশি।
তুমি আসবে তাই আকাশ জুড়ে মেঘ ছায়া রোদ্দুর
তুমি আসবে তাই সাজানো গোছানো চোখ যায় যদ্দুর॥