শহীদ তোমার বুকের খুনে লাল হলো পতাকা
শহীদ তোমার থাকবে ছবি এই বুকেতে আঁকা ।
তোমার চোখে চোখ মিলিয়ে স্বপ্ন দেখেছি
তোমার যাওয়া পথে পথ চলতে শিখেছি ।


মাদলের তালে তালে এ পথেরই বাঁকে বাঁকে
          লাল পলাশ ফুটেছে ।
সকালের জন্যে সাথী জেগেছ অনেক রাতি
           সে আলোর খবর এনেছ ।
তোমার এই অকাল মরন এ বুকের শুকনো গাঙে
           সুনামির শব্দ শুনেছি ।


শহীদের অমূল্য প্রাণ করি আজ তাঁদের স্মরন
           মরনেও হয়েছে মহান ।
মৃত্যুই নয় শেষ কথা বুকে বাজে সেই ব্যথা
           কখন যেন হয়েছে আগুন ।
প্রতিবাদের ভাষায় খুঁজি অধিকারের আলো
           উজান বেয়ে তাই চলেছি ।