পাহাড় দেশে আমার বাড়ি সাচ্চা আমার দিলটা
বাঙলা গানে এমন জাদু কেমন করে মনটা
সেই গানেরই সুরে সুরে কাটে আমার দিনটা
বাঙলা গানে এমন জাদু কেমন করে মনটা ।


এক পাহাড়ে কইলে কথা অন্য পাহাড় শোনে
পাগল পারা ঝরনা ধারা ছোটে সাগর পানে
এই গানেতে খুঁজে পেলাম হারানো সেই দিনটা
বাঙলা গানে এমন জাদু কেমন করে মনটা।


পাহাড় বুকে অনেক ব্যথা সবুজ ঘন গভীর
সাঁঝ – সকালে বন্ধু আকাশ ছড়িয়ে রাখে আবীর
এই গানেতে কুড়িয়ে পেলাম আলো ছায়া দিনটা
বাঙলা গানে এমন জাদু কেমন করে মনটা ।