- রক্তিম
পিঞ্জরেতে পাখী আজ করছে ডাকাডাকি
আকাশ তারে ডাকে শন শন বাতাস ডাকে
সবুজ পাতা ডাকে....
সেই পাখিটা পিঞ্জরেতে কেমন করে থাকে?
একদিন পাখী মেলবে ডানা
নীল আকাশে মেলবে ডানা
পাবে রোদ্দুর মাখা ঝরণার ঠিকানা (আহা )
আঁধার রাতে জোনাক জ্বলে
ব্যথার আগুন বুকে....
সেই পাখিটা পিঞ্জরেতে কেমন করে থাকে?
পাখী পায়না ডানা, পাখীর উড়তে মানা
তার দুচোখ জুড়ে শুধুই আগুন ছড়ায়
কবে সে যাবে অজানায় ।
একদিন কালো মেঘের ঘটায়
রাত ঘনালো মেঘের ঘটায়
বাতাস ছোটে শুকনো পাতা মাথায় (আহা )
সাগর তুফান বুকে ভাঙ্গলো নিজের খাঁচা
পাখী শুন্যে গেল উড়ে....
সেই পাখিটা ঝড়ের সাথে যায় আকাশে উড়ে
সেই পাখীটা পাবেই খুঁজে আলোর ঠিকানা ।।