যদি কখনো এমন হ্য় তুমি আমি কেউ নাই
স্বরলিপি পড়ে আছে এখানে
সেই স্বরলিপি ধরে যদি কেও গান গায়
তবে কেমন হতো তুমি বলতো ?
যদি রোদ্দুর এসে খুঁজে ফিরে যায়
ডেকে ডেকে ক্লান্ত অবশেষে শ্রান্ত
সাঁঝে ফিরে যায়
তুমি বলে দিও সে আছে তারার ভিড়ে
আলো আঁধারের জোছনায়
তবে কেমন হতো ?
যদি এই শ্রাবনে মেঘ আকাশে ঘনায়
তুমি আমি ভিজে যাই বৃষ্টি ধারায়
সেই বৃষ্টি ধারায় যদি সুর মিশে যায়
তবে কেমন হতো তুমি বলতো ?
যদি প্রশ্ন করো কবে ফিরবো আবার
নীল নীলিমায় লাল কৃষ্ণচূড়া
যখন আগুন ছড়ায়
তুমি খুঁজে নিও পাখিদের কুহু কলতানে
বাউল বাতাস দোলে মহুয়া নেশায়
তবে কেমন হতো ?