ঠিকানা বিহীন
-------------
আমি এক মুসাফির ঘুরি ফিরি রাত দিন
কোথাও নেই ঘর আমি যে ঠিকানা বিহীন।।
রাতের নীল ধ্রুব তারা দেখায় আমার পথ
বহুদূর দূর থেকে কে যেন নিয়ে আসে রথ,
দিতে চেয়ে ভালোবাসা অবিরল স্রোতধারা
কি যে রঙিন!
কাকে যেন একবার ভালোবেসেছিল এ হৃদয়
বহুদিন পরে আজ তার মুখ আর এ মনে নাই,
সেই পথ ধরে মরুর মরিচিকা বালুর সাহারায়
সেই আমি দিকহীন।
আবার আসিবে সন্ধ্যা আসিবে রাতের দীর্ঘ সময়
শত শত আসিবে আলোয় আবেগ অনুভূতিময়,
আমি যে মুসাফির এ পৃথিবীর যেন এক প্রাণহীন
নেই আশা ভালোবাসা এ জীবন শুধুই দীনহীন।।