কেন সুর বাঁধ
-------------
এ অবেলায় কেন সুর বাঁধ কবি
দিগন্তে জ্বলে-জ্বলে অস্ত গেল রবি।।
অনেক দিনের সখ ছিল মনে অনেক অকারণে,
তোমারি দেখেছি আমারে নিতে মনে
ভালবাসা আর গানে।
তাইতো আবার এসেছি আশায় বেঁধে বুকে ছবি,
তুমি ছাড়া ভালবাসা নাহি দিতে পারে কেহ আমি যে অভাবি।।
তাই এসেছি হাত জোড় করে তোমার দ্বারে
বরিবো তোমারে নিজ হাতে সোনার হারে,
অস্ত গেলে রবি সাঁঝের বেলায় ও করুণ কবি
আমারে রাখিও ধরে তোমার মনে একটি করে ছবি।।