দহন
-----
আমার মন ভালো নেই
কি যে দহন বুকে!
কি করিবো এখন আমি
ক্যামনে রাখলা সুখে।।  


শীত গেলো গরম গেলো
বর্ষা ফিরে এলো
মন কান্দে পরান কান্দে
শুকনো নদীর মুখে।।


কত দিন চলে গেলো
হলো না তো দেখা
সেই যে রেখে গেলা চলে
থেকে গেলাম একা
আমি থেকে গেলাম একা।।


তুমি  বিনা আমার মন
খুব আকুল  হলো
জীবন আয়ূ ছোট হলো
তোমার শোকে-দূখে।।