দেখা
-----
কতদিন যে হয়নি দেখা তোমারই সাথে
জোনাকিরা নিভে গেছে এ সব রাতে।।
হৃদয়ের ভিতরেডকেউ নেই কিছু নেই আর
শূন্য মরুভূমি মরিচীকা দূরে নেয় বারবার,
এই যে ছোটাছুটি হয়নি শেষ কোনমতে
পুঁড়ে পুঁড়ে শেষ হবো প্রেমের অভিঘাতে।।
কে হয় আপন বলো এই পৃথিবীতে
কে থাকে এই পাশাপাশি একই সাথে।।
আমি তো একা একা ঘুরে ঘুরে সারা
কোথা থেকে কোথা গিয়ে হই দিশেহারা,
নিভে গেলে পৃথিবীর আলো একই সাথে
কে নেবে তুলে ভালোবেসে আপন হাতে।।