সোনা-বন্ধু তোর পিরিতে কাঁদন হলো সার,
দেহ ও মন সঁপে দিয়ে পেলাম না তো পার৷
ভাসালি তুই কলঙ্কতে, লোকে মন্দ গায়,
আমায় দেখে ঘৃণায় তারা আড়-চোখেতে চায়৷
দিলে বন্ধু আমার গলে ব্যথায় ভরা হার,
প্রাণের বন্ধু তোর পিরিতে— কাঁদন হলো সার৷৷
জীবন-যৌবন দিয়ে তোরে করেছিলাম ভুল,
ছলনাতে নাশ করেছিস, গেলো জাতি-কুল৷
ভণ্ড ওরে করলি চুরি— বিশ্বাসেরই ঘর,
পাষাণ বন্ধু মরার বুঝি নাই হৃদয়ে ডর?
মনে আমার শোকের অনল, পুড়বি কতো আর?
ঘাতক রে তুই! তোর পিরিতে— কাঁদন হলো সার৷৷
অসহায় অবলা নারী, জগতে নাই ঠাঁই!
তোর ধোঁকাতে হলো আমার সর্ব অঙ্গ ছাই৷
নিঠুর বন্ধু সর্বনাশা, বল রে কোথায় যাই?
মরবো আমি, বিষ এনে দে, মনের দুঃখে খাই!
আহার নিদ্রা দূর হয়েছে, কী আসে যায় কার!
ওরে বন্ধু তোর পিরিতে— কাঁদন আমার সার৷৷
সোনা-বন্ধু তোর পিরিতে গেলো জাতি-কুল,
না জানিয়া পিরিত করা ছিলো আমার ভুল৷
জগৎ জুড়ে এখন আমার— শুধু রে বদনাম!
সকল কিছু দিলাম তোরে, দিলে না তার দাম৷
ওরে বন্ধু হৃদয়মাঝে— বাজে হাহাকার!
তোর পিরিতে পড়ে আমার কাঁঁদন হলো সার৷৷
রচনাকাল— ১৭|১১|২০২০