(নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)


নবীজি ঈমান আমার
আশরাফুল ইসলাম


নবীজি ঈমান আমার ঈমান তোমার ঈমান সবার,
বিশ্ব সভায়   স্রষ্টা পাকের   রহম যিনি;
জগতে  একক ইলাহ করেন প্রচার, দয়ার অপার,
সত্য পথের দীক্ষা দিলেন মহান তিনি৷


মানব জাতির   মুক্তি সনদ     যাঁর চরণে,
মদিনা    চলছে ছুটে আমারি মন তাঁর স্মরণে;
কামলিওয়ালা দয়াল নবী ঈমান আমার,
তিনি তো বিশ্ব সভায় শ্রেষ্ঠ সবার পুণ্য-বাহার৷


শোনো রে মুমিন সবে—
আপন মনে দরুদ পড়ি তাঁর ওপরে,
এ জীবন     ধন্য হবে—
মুহাম্মদী বিধান মেনে নাম জপ রে!
নবীজি ঈমান আমার ঈমান তোমার ঈমান সবার,
বিশ্ব সভায়  হলেন তিনি  শ্রেষ্ঠ সবার  পুণ্য-বাহার৷


আমির-ফকির, সাদা-কালো বিভেদ গেলো,
নারীর জীবন আঁধার থেকে—  মুক্তি পেলো;
মুহাম্মাদী নূরের বাহার প্রকাশ হলো,
আল্লাহুম্মা সাল্লিআ'লা সাবাই বলো৷
নবীজি ঈমান আমার, ঈমান তোমার, ঈমান সবার,
জগতে— একক ইলাহ করেন প্রচার, দয়ার অপার৷


রচনাকাল-
১৩-০৭-২০২০