জলের কতো বল'গো সখী
জলের কতো বল!
জলের কলে শরীর-মনে
করছে নানান ছল!


দারুণ জ্বালা জীবন কালা
সাধন হয় বিফল!
পাপের দিকে সদায় টানে
জল বেঁধেছে দল!


মন বসে না কাজের মাঝে
কামসাগরে ঢেউ!
ভাবছে সবাই বকছি খারাপ
বুঝলো নাতো কেউ!


জলের রাগে শরীর পুড়ে
বিবেক ছুটে দূর!
কোথায় যেনো তাল হারিয়ে
বাজায় করুণ সুর!


জলের বিষম কল'গো সখী
জলের বিষম ছল!
ধ্বংস করে সাধন-ভজন
শূন্য জুটে ফল৷


রচনা কাল-
০৮/০৭/১৯, ০৩:০০