চাপার জোরে বাহাদুরির
করিস অভিনয়,
ঐ অন্তরেতে দেখি ঠিকই
ভিসা নীতির ভয়!
ধুক ধুক ধুক করছে যে বুক
সেদিন থেকেই শুকনা যে মুখ
যেদিন থেকে ভিসা নীতির
প্রয়োগ শুরু হয়।
সামনে আরও বিপদ ভারী,
দেখবি পরাজয়।
আউল ফাউল বকিস সদা
পরের গায়ে ছু্ঁড়িস কাদা
তোর সে এমন বাজে স্বভাব
মোটেই ভালো নয়।
চলন দোষে আসবে শেষে
কোন কঠিন বিপর্যয়।
কথায় কথায় হামবড়া ভাব
দেখাস এমন উগ্র স্বভাব
কিন্তু ভাল চোখে দেখেনা তা
দর্শক যারা রয়,
কবে সত্যিকারের মানুষ হবি
ছাড়বি অভিনয়!
নেতা যখন জোকার সাজে
তখন অভিনয়টা লাগবে বাজে
আবার বিচারপতি করেন যদি
নেতার অভিনয়,
তখন সেই নাটকের ভূমিকাটা
ভিন্ন খাতে বয়।