আমার মুখের হাসি মোহন বাঁশি
কোন কিছুই নাই এখন সঙ্গেরে।।
এখন শুধু আছে জ্বালা
বুকের ভেতর
সেই জ্বালাতে পুইড়্যা গেছে
সারাটি অন্তর
যখন ছিলাম দুইজনা
সুখের সীমা ছিল না
সদাই মোরা ছিলাম কতই রঙ্গেরে।।
সময় থাকতে রাখতাম যদি
ছোট পরিবার
তবে কি আর এত জ্বালা
থাকিত আমার
পরিবার পরিকল্পনা
না কইরা হইলাম নয়জনা
আর আমার মত আহাম্মক নাই বঙ্গেরে।।