"যার নুন খাই
তার গুণ গাই"
নুন খাওয়া হলে পরে
তারে ভুলে যাই।
এটাই স্বভাব এখন
মানুষের ভাই।।
যখন যে ক্ষমতায়
তারই সে গান গায়
তাতে কে কি বলল
সে ভ্রুক্ষেপ নাই।
লোকটা খুব বেশরমা
করে খাই খাই ।
যার কথার নাই ঠিক
আসলে সে মুনাফিক
নিজেরই স্বার্থে কখনোবা
দল বদলাই,
এহেন গর্হিত কাজ করে
মুনাফিকরাই।