যা যা যা যা কুত্তার বাচ্চা
করিস নে ঘেউ ঘেউ।
তোর ঘেউঘেউঘেউ শব্দে এখন
অতিষ্ঠ কেউ কেউ।
ওরে করিসনে ঘেউ রাত দুপুরে
ঘুমন্ত লোক চেতলে পরে
লাঠির বারি পড়বে মাথায়
কাঁদবি যে ভেউ ভেউ ।
যা যা যা যা কুত্তার বাচ্চা
করিসনে ঘেউ ঘেউ।
দেখি প্রতিদিনে ঘেউ ঘেউ ঘেউ
করিস অকারণ
ওই বাতাসেরও শব্দ পেলে
ডরাইস তুই এখন
নিজের ছায়াও দেখলে ওরে
চমকে ওঠিস দিন দোপরে
মরবি ত্রাসে দেখলে পরে বিক্ষুব্ধ
ঐ আমজনতার ঢেউ।
পালাবারো পথ পাবি না উঠলে
পরে আন্দোলনের ঢেউ।।