কেন্দে কেন্দে
আরিফুর রহমান আরিফ
========★★★★★
কেন্দে কেন্দে দুচোখ আমার
হয়ে গেলো অন্ধ,
প্রাণ বন্ধুরে হারায় আমার
ভেঙ্গে গেলো স্বপ্নগো  !!


প্রাণ বন্ধুয়ার মনে ছিল
বড়ই ছলনা,
পাষাণীরে ভালোবেসে
পেলাম যন্ত্রনা  !!
মিথ্যা প্রেমের আশা দিয়া
করিলি তুই দন্ধ!   ঐ


প্রাণো বন্ধুর লাগি আমার
কেন্দে জীবন সারা,
তোর প্রেমের জন্য আজও
হই পাগল পারা   !!
দুটি প্রাণের মিলনের পথ
করিলি তুই বন্ধ!   ঐ


মনের ঘরে ছিল তোরই
মিথ্যে আসা যাওয়া,
এই জনমে নাইবা হলো
কাছে তোরে পাওয়া !!
আরিফ বলে শামীম রেজার
প্রেমের পথ বন্ধ!  ঐ
========★★★★
লেখার ধরন=গীতিকবিতা,
প্রকাশ=১০-০২-২০১০ইং,
স্থান=ডেমরা, ঢাকা,
লেখক@স্বত্ব সংরক্ষিত।