প্রিয় বাংলাদেশ
আনোয়ার আল ফারুক
..
সবুজের হাতছানী বলো কোথা থাকে
ছায়াঘেরা মায়াময় থাকে কোন বাঁকে?
ফুলেফুলে হেসে ওঠে কোন সেই ভুমি
পরতে পরতে যার মমতার চুমি,
প্রিয় প্রিয় আমার প্রিয় বাংলাদেশ।
..
পূবকোণে হেসে ওঠে সকালের রবি
যায় দেখা মাঠেমাঠে সবুজের ছবি,
রয় শুধু চারধারে সুখ মাখামাখি
শোনা যায় পাখিদের কী'যে ডাকাডাকি,
ঝরে যেথা রোজরোজ মমতার রেশ।।
..
নদ-নদি বয়ে চলে সবুজের টানে
মুখরিত হয়ে ওঠে প্রেমময় গানে,
খুব বেশি ভালোবাসি দেশ আর মাটি
এই ভুমি এই মাটি গিনি সোনা খাঁটি।।
..
আকাশের বুকে খেলে চাঁদতারা কতো
মিশে আছে সবুজের ভালোবাসা শতো,
জোছনারা হেসে খেলে হয় লুটোপুটি
প্রকৃতিতে সবুজের মায়াময় জুটি,
ঐ দেখো লালসবুজ পতাকার দেশ।।#