লড়াকু মা
আনোয়ার আল ফারুক
..
সবার শেষে ঘুমোতে যান
ওঠেন সবার আগে,
দু'হাতে যে কাজে থাকেন
গভীর অনুরাগে,
নেই অবসর নেই যে হেলা
মায়ের কাজে কামে।।
..
সবার খাবার শেষ হলে যে
নিজে বসেন খেতে,
ভোর থেকে যে রাত অবধি
কাজে থাকেন মেতে,
পরের সুখে ভেজে বেড়ায়
কষ্ট নদের ঘামে।।
..
ঘরের মাঝে কারোর যদি
খানিক অসুখ হলে,
মা যে আমার ভাসতে থাকে
নিরব আঁখিজলে,
মায়ের দরদ যায় না কেনা
টাকা কড়ির দামে।।
..
লড়াকু মা লড়ছে রোজে
সংসার ঘানি টেনে,
যত চাওয়া যত আবদার
নিরবে নেন মেনে,
নিজের কষ্ট বন্দি করেন
নীলবেদনার খামে।।#