ভাঙা নায়ের ছেঁড়া পালে ভাসি দেশান্তর
নদীর জলে ভাসিয়ে আমার এই অন্তর,
বিবি আমার লইছে কলস কাঁকেরও পর
দাঁড়ের টানে জলের গানে চলি তেপ্রান্তর।


ছল-ছলাইয়া চলে আমার ভাঙা নাউ
নদীর বুকে ছেঁড়া পালে নাউ কে বাউ?
ক্ষরস্রোতের জলে আমি ভাঙা নাউ বাই
নায়ের ছেঁড়া পালে কোনহানে যে যাই।


বাইনে বাইনে উঠে জল নায়েরই উপর
কোন দিকে চলে নাউ, পাই না খবর।
হঠাৎ দেহি আমি বেবাগ নায়ের বহর
দাঁড়ের টানে জলের গানে চলি তেপ্রান্তর।