দেহ খাঁচায় মনের বাস,
মন তো হলো অবিনাশ
মনরে শুধাই কোথা যাস?
মনে করি ভবের চাষ।


মনে মনে স্মরি তাঁরে
শূণ্য এই ভবের পাড়ে,
আমি শুধু চাই তাঁরে-
আমার মনে ত্রি-প্রান্তরে,
তবুও পাই না অবকাশ।।


মনের খুঁতে দেহ কাঁদে
ক্ষত মনে হই বিস্বাদে,
মন যায় যে কুপথে-
চড়েছে সে দেহখাঁচা রথে,
তবুও হয় না দেহপাশ।।