আমরাও পারি এগিয়ে যেতে
আমরাও পারি দেখিয়ে দিতে,
আমরাও পারি এনে দিতে বিজয়,
                আমাদের জয়গানে।


দূর আকাশে ছুটে চলি
বজ্রপাতের গতিতে,
তিমিরে ছড়াই আলোর ছটা
                 বিদ্রোহী এ প্রাণে।


আমরাও পারি যুদ্ধে যেতে
আমরাও পারি স্বাধীনতা দিতে,
আমরাও পারি এনে দিতে বিজয়,
                আমাদের জয়গানে।


মেঘের মতো গর্জে উঠি
প্রলয়ের ঝংকারে,
মুক্ত করেছি সকল বাধা
                 বিদ্রোহী এ প্রাণে।