আমি ভাবি শুধু তারে-
দুজনের জাগে না বলা কথারে,
কল্পনার ঘোরে রূপের বাহারে,
হারিয়ে যাই কল্পনার প্রান্তরে।


আমি ভাবি শুধু তারে-
আমারই সনে অন্তরে-অন্তরে,
অবিদিত প্রেমে বন্দরে-বন্দরে,
হারিয়ে যাই কল্পনার প্রান্তরে।


আমি ভাবি শুধু তারে-
জোসনার সনে মনের মাজারে,
বরিষার তরে ডাকবে আমারে,
হারিয়ে যাই কল্পনার প্রান্তরে।


আমি ভাবি শুধু তারে-
দুজনের জাগে না বলা কথারে,
কল্পনার ঘোরে রূপের বাহারে,
হারিয়ে যাই কল্পনার প্রান্তরে।