বুকে,নিয়ে তোমার স্মৃতি
হলাম যাযাবর।।
স্মৃতি আজ গীতি হলো
এসে তেপান্তর।।
বুক চিড়ে দেখাইলাম,জমানো সব ব্যথা,
পাষাণ গলে পানি হয়,বৃক্ষে ঝরে পাতা,
আরে, হায়-----হায়-----হায়---
পিয়াসী দুই নয়ন
শুধু তোমার কারণ,
চাতক ,পাখি গগন ভেদী,করে হাহাকার।।
লিখার কালী হতো যদি ,সমুদ্রের সব জলরাশী ,
প্রেমের খাতা হতো যদি,আসমানে ঐ রবি শশী।
আরে, বেশ-----বেশ----- বেশ----।
না খেয়ে অন্ন পানি,
লিখিতাম প্রেম কাহিনী,
কাব্যের,ছন্দে সাজিয়ে দিতাম প্রণয়ী বাসর।।
প্রেম আগুনে দিয়ে হাত,পুড়ে গেলো জাত কুল পাত,
চোখ দিয়ে তোমায় দেখে,চোখ দু‘টি যায় খয়ে খয়ে,
আরে, যাক---যাক--যাক না---
আজীবন ধ্যানে জ্ঞানে,
আছো এই মনে প্রাণে.
তুমি,আমার আশা ভরসা,প্রেমের অহংকার।।