ডুব সাঁতারে মেতেছিলে সৈকতের নীল লোনা জলে
হঠাৎ তুমি ভেসে গেলে ধেয়ে আসা ঢেউয়ের ফলে।।


বেলাভূমির বালিকণায় এঁকেছিলে বিধুঁর ছবি
পায়ে পায়ে মুছে গেছে ডুবেছে যে সিদুঁর রবি
চোখের দৃষ্টি ঝাপসা হলো দূরে জাহাজের মাস্তলে।।


চাঁদের টানে জোয়ার ভাটা আসবে ঘুরে ফিরে
তোমার হাতটি ধরার আশায় থাকবো পড়ে তীরে!


যুগলছবির একা আমি খুঁজি তোমায় সারা বেলা
মেঘে মেঘে ঢেকে গেছে আকাশে ঐ তারার মেলা
অঝোর বৃষ্টি আসবে কবে ভাসিয়ে নিতে তোমার দলে?।।

১২-০১-২০২২
৮/২
কলেজ রোড়
টঙ্গী, গাজীপুর