নীল অসমান কোণে এক
বুড়ো অনাদায়ী মেঘ- রিমঝিম হঠাৎ বৃষ্টির শব্দে-
ভিজে যাই- ভিজে কি যাও ?
-শুধু ঝড় তুফানের বেগ !
ধূসর মৃত্তিকায় রঙকরা মূর্তি-
কত না গড়েছি কৃর্তি-কেনো নেই কৃর্তজ্ঞতার স্মৃতি-
শুধু দৃষ্টিপাতে অনাদায়ী স্মৃতির ছোঁয়া-
তৃণকুটিরে কি মায়া বয়ে যায়-
-লেগেছে বুঝি প্রেমের হাওয়া ।।
ও বুড়ো মেঘ পুর্ণিমাতে জোনাকি বেশ !
মিটমিট আলোর ছায়া দিশ –ভেলকি মারার আদরে
আদরে মুখমলে ভরে নিবো -ভরে নিস-
একটি তারার উড়ো কিস-
-এবুঝি অনাদায়ী মেঘের হলো শেষ ।।
২৯/০৮/১৬
========