গোলাভরা ধন আনিয়া জমাইতেছো কোন ভান্ডারে
সবই পঁচে হবে মাটি,দাগ শুধু রবে অন্তরে..
গোলাভরা ধন আনিয়া জমাইতেছো কোন ভান্ডারে।।
বিন্দুর ছেলে কৃপণ হয়ে হয়েছিল মহাজন
ভিক্ষুক বেসে পাড়ি দিল বাজেয়াপ্ত হলো ধন
জীবন থেকে সব রইবে খসে, জীবন অতল সাগরে...
গোলাভরা ধন আনিয়া জমাইতেছো কোন ভান্ডারে।।
গোলার ধনে পরবে পোকা, শূন্য ঘরে থাকবে ধোকা
দেখবে জগত ঝাকানাকা...
সবাই হিস্যামত নিবে বরকা, শুধু আছো, তুমি ডুবেই অন্ধকারে...
গোলাভরা ধন আনিয়া জমাইতেছো কোন ভান্ডারে।।
দাগের নাইতো কোন ক্ষমা, একদিন বাক্সে পরবে জমা রে...
ওরে কে মিটাবে সে হাঙ্গামা
থাকবে যেদিন বোবা হয়ে মহাজনের নিকাশ ঘরে...
গোলাভরা ধন আনিয়া জমাইতেছো কোন ভান্ডারে।।