তোমাকে ভেবে ভেবে
দিন কেটে যায়
স্বপ্নের মাঝে আমি
তোমাতে হারাই ।।
কত গান কত সুর
কত অভিলাষ
তোমারই প্রেমের মাঝে
স্বর্গেরই স্বাদ যেন
স্বর্গেরই স্বাদ।।
অনন্ত পথ পাড়ি দিয়ে যাব
যদি আজ হৃদয়ে তুমি থাক
স্বপ্নের জালবুনে
প্রহর যাব ঘুনে
তোমার সুখেরই কামনায়।।
সাগর সেঁচে আর আকাশ ছুঁয়ে
তোমাকে সাজাব আমি স্বপ্ন দিয়ে
জীবনে তোমায় পেলে
সুখের প্রদীপ জ্বেলে
গড়র নীড় অজানায় ।।