গান ভালবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। পরম এই ভালবাসা থেকেই আমার মত অনেকেরই গীতিকবিতা লিখার বাসনা জাগে। তাই শিখে বা না শিখেই অনেকে গীতিকবিতা লিখার চেষ্টা করে। আমি নিজেও ছোটবেলা থেকেই অসংখ্য গীতিকবিতা,কবিতা,ছোটগল্প লিখে ডায়েরি বন্দি করে রেখেছি।আসলে তখন ছন্দের উপকরন,স্বরবৃত্ত-মাত্রাবৃত্ত-অক্ষরবৃত্ত,মিল-অন্তমিল এইসব বিষয় শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করলেও শিক্ষার তেমন কোন সহজ মাধ্যম খুঁজে পায়নি কিন্তু যখন গানের পাতা ডটকম সাইনআপ করলাম তখনি দেখলাম গীতিকবিতা সহজে শিক্ষার এক সর্বোৎকৃষ্ট মাধ্যম এটা।
এখানে দেশ বরেন্য অসংখ্য কবি ও গীতিকবিদের শিক্ষামূলক অনেক আলোচনা,গীতিকবিতা ও বিশ্লেষন নিয়মিত ছাপা হচ্ছে যা থেকে নতুন লেখকরা সহজেই শিখতে পারছে এবং লিখতেও উৎসাহ পাচ্ছে। যেকোন সৃষ্টি একজন লেখকের কাছে তার সন্তানের মতই আপন আর সেই সৃষ্টিশীল লেখাটার কোথাও প্রকাশ ঘটলে নিঃসন্দেহে সে বাধঁনহারা আনন্দের উচ্ছাস হৃদয়ে অনুভব করে।
এখানে লেখা ও আলোচনার মাধ্যমে অনেক জ্ঞানীগুণীদের সাথে পরিচয় ঘটছে ও শুভেচ্ছা বিনিময় হচ্ছে। নিত্য নতুন ভাবধারার লেখার মাধ্যমে নিজের ভাবনা চিন্তারও পরিব্যপ্তি ঘটছে অহরহ।
গানের পাতা ডটকমের মত এমন একটি মাধ্যম যাদের সুপরিসর চিন্তা ও উদ্যোগের ফলে প্রতিষ্টিত হয়েছে তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। গানের পাতা ডটকম ওয়েবসাইটের আরো সমৃদ্ধি ও বিস্তর প্রসার কামনা করি ও এর সাথে সম্পৃক্ত সকলকে জানাই আমার হৃদয় নিংড়ানো ভালবাসা।