আমি চন্দ্র,আমি সূর্য
আমি চন্দ্র সূর্য আর ফু‌লের সা‌থে
‌তোমার উপমা খুঁজে পাই‌নি দি‌তে,
আমি গল্প,আমি ক‌বিতা
আমি গল্প ক‌বিতা আর উপন্যা‌সে
‌তোমা‌কে নতুন রূ‌পে চাই সাজা‌তে,
তু‌মি তুলনাহীনা হাজা‌রো চো‌খে অনন্যা
তু‌মি অপরূপা আমারই ম‌নের সাধনা ।।


চাঁদনী রা‌তে নীল জোছনা‌তে ভা‌সে পৃ‌থিবী
‌তোমার ছোঁয়ায় সু‌খে ভে‌সে চ‌লি নিরব‌ধি।
সারা‌টি জীবন ধ‌রে
রাখব বু‌কের ঘ‌রে
হা‌রি‌য়ে যে‌তে দেব না।


কখ‌নো ভু‌লে য‌দি হা‌রি‌য়ে যাও বহুদুর
ভাল‌বে‌সে পা‌ড়ি দেব সাত সমুদ্দুর।
স্বপ্ন ভেঙ্গে চুরে
‌প্রে‌মের বাঁধন ছি‌ড়ে
কখ‌নো যে‌তে দেব না।