তোমার সৃজন হয়ে বিশ্বপতি
কি করে করব আমি তোমাকে প্রমাণ ॥
সৃষ্টির মাঝেই তো প্রকাশ তোমার
চিনতে যদি পারি হে রহমান ॥
তোমাকে দেখেছি আমি কমল-শোভায়
শুভ্র কাদম্বিনী পাখির ডানায় ॥
নিশাপতি বিকিরণ মহিমা তোমার
তব দয়া মাঝে মোরা সারা দিনমান ॥
তোমাকে খুঁজেছি আমি পাহাড় চুড়ায়
আমের মুকুল মাঝে ভ্রমর খেলায় ॥
পুুষ্প-কুঁড়ি জাগে আবেশে তোমার
করুণার ডালি ভরে কর আহ্বান ॥