হৃদয়ে আছো প্রিয়তম বাঁচি না তোমায় ছাড়া।
ব্যাকুল হয়ে ডাকছি তোমায় দাওনা একটু সাড়া।
পাহাড় কেনো ঊর্ধ্বমুখী ঊর্ধ্বের পানে সে কী চায়?
ঐ আকাশে চেয়ে চেয়ে কোন সুধা বলো সে পায়?
কার প্রেমেতে ঝরায় বলো ঝর্ণার ব্যাকুল ধারা?
সূর্য কেনো বিষম তেজে আকাশে আগুন ঝরায়,
নীল আকাশে ভেসে ভেসে চাঁদ কেনো আলো ছড়ায়।
কার নেশাতে মিটিমিটি হাসে ওই সকল তারা।
সাগর কেনো গহীন তলে মুক্তোর রাশি জমায়,
ঝিনুক কেনো বৃষ্টি পিয়ে সাগরের অতলে লুকায়।
কার ইশারায় ছুটে চলে ঢেউ গুলো দুকূল হারা।
ব্যাকুল হয়ে ডাকছি তোমায় দাওনা একটু সাড়া।।
দাওনা একটু সাড়া...