আবুল হোসাইন মাহমুদ

আবুল হোসাইন মাহমুদ
জন্ম ১ ফেব্রুয়ারি ১৯৬৮
জন্মস্থান নরসিংদী জেলার রায়পুরা থানার মধ্যনগর গ্রামের পিত্রালয়ে। , বাংলাদেশ
বর্তমান নিবাস ঢাকা, বাংলাদেশ, বাংলাদেশ
পেশা সম্পাদক, সাপ্তাহিক রেনেসাঁ
শিক্ষাগত যোগ্যতা এমএসএস (সোশিওলজী) ঢাকা বিশ্ববিদ্যালয়

আবুল হোসাইন মাহমুদ একাধারে কবি, ছড়াকার, গীতিকার, সুরকার, নাট্যকার, লেখক এবং নাট্য ও সঙ্গীত পরিচালক। সাহিত্যের বিভিন্ন শাখায় তিনি কাজ করে চলেছেন। এই প্রথিতযশা লেখকের জন্ম ১৯৬৮ইং সালের ১লা ফেব্রুয়ারী নরসিংদী জেলার রায়পুরা থানার মধ্যনগর গ্রামের পিত্রালয়ে। তার প্রথম লেখা ছাপা হয় দৈনিক সংগ্রামের শাহীন শিবিরে। এ পর্যন্ত আবুল হোসাইন মাহমুদের লেখা, সুর ও সঙ্গীত পরিচালনা ও সম্পাদনায় অডিও ক্যাসেটের সংখ্যা ৭০ এর কাছাকাছি। তার উল্লেখ্যযোগ্য গানের ক্যাসেটগুলো হচ্ছে- বাজিছে দামামা, শহীদি ঈদগাহে দেখ, মোনাজাত, কোথা সে মুসলমান, ওঠো রাহাগীর, অভিযাত্রী, সমর্পিত করতল ইত্যাদি। গানের পাশাপাশি তার রচিত বেশ কয়েকটি নাটকও প্রকাশিত হয়েছে অডিও মিডিয়াতে। প্রিন্ট মিডিয়াতে প্রকাশিত তার বইয়ের সংখ্যা ১৩টি। তার উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে- আলকোরআনের কাহিনী ১, ২, ৩; ভালো মানুষের গল্প, বর্ণমালার ছড়া, ফুলপাখিদের দেশে, নতুন দিনের ছড়া, আমার এ গান তোমার জন্য ১, ২; পেতাম যদি এমন শাসক, ডুব দিয়ে খায় জল ও ন্যায় বিচারের গল্প ।

আবুল হোসাইন মাহমুদ ৫ বছর ৪ মাস হলো গানের পাতায় আছেন।


এখানে আবুল হোসাইন মাহমুদ-এর ১টি কবিতার বই পাবেন।

আমার এ গান তোমার জন্য আমার এ গান তোমার জন্য

প্রকাশনী: বর্নালী প্রকাশন

This is the profile page of Abul Hossain Mahmud. You'll find a list of Bangla song lyrics of Abul Hossain Mahmud on this page.