তারাদের সকল আলো জ্বললো আমার বুকে এসে
আমি কি থাকবো ঘরে নাকি আজ হারিয়ে যাবো
ভালো লাগার আলোয় ভেসে ।।


আমি যে নতুন আমি বললে তুমি
আঁধারে প্রদীপ হয়ে জ্বললে তুমি
তবে কি নিজের সাথে লুকোচুরি
সাঙ্গ হলো পথের শেষে ।।


বুঝিনি এমন করে আসবে তুমি
আমার এই দু'চোখ ভরে হাসবে তুমি
তবে কি আমার যতো কথামালা
স্বপ্ন হলো নিরুদ্দেশে ।।