শত জনমের স্বপ্ন
তুমি আমার জীবনে এলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ।।


এই মধু মিলনে
মালা আর চন্দনে
হৃদয়ের সবটুকু সুবাস দিয়েছি ঢেলে ।।


জীবনে ও মরণে
মমতার বন্ধনে
চিরদিন কাছে রবে, আমায় যাবে না ফেলে ।।