সেই চম্পা নদীরও তীরে
দেখা হবে আবার
যদি ফাগুন আসে গো ফিরে ।।


সেই ঝর্ণা ঝরা গায়ের পাশে
নূপুর পায়ে রাত্রি আসে ।
হয়ত ফেরে শ্রান্ত পাখি
পালক ঢাকা নীড়ে ।।


সেই ঝর্ণা ঝরা গায়ের পাশে
চম্পা নদীর পাড়ে
ভালবাসি যার দুটি চোখ
হারিয়ে এলাম তারে ।


আবার যদি আসে ফাগুন
শিমুল শাখায় লাগে আগুন ।
তখন আবার স্বরণ করো
অচিন সাথীটিরে ।।