শালিক শালিক ময়না, বউ যে কথা কয় না
বল তো কি আজ করি
ঘোমটা টেনে বসে থাকে ডানাকাটা পরী ।।
বউ কথা কও ডাকে কে
তার কথা আজ রাখে কে
চোখের কাজল ভিজে গেল
আহা মরি মরি ।।
বেশ তো কথা নাই বলুক
বউয়ের বাপের দামী মুখ
তার মেয়ের কি কথা শোভা পায়
শালিক শালিক ময়না উড়ে যায় ।
গয়নাতে বউ ময়না
তার পরাণে সয়না
বউ যে তবু বসে থাকে
টেনে নীলাম্বরি ।।