যখনই তোমার কথা মনে পড়ে
কোনো কাজ হয়না মোটেই
দু'চোখে রাজির স্বপ্ন ফোঁটে ।।
এ ঘর ও ঘর করে সারাদিন যায়না যদি
কিছুতেই কাটে না এই রাতেরও নদী
বাঁকা হাসি জেগে রয়
তারাদের নিরব ঠোঁটে ।।
এ পথ ও পথ ঘুরে কবে তুমি আসবে তবে
জানি না কখনো সে লগ্ন হবে
পাখিদের কূজনে কি
শেষ কথা যায়নি রটে ।।