যায় যদি যাক প্রাণ
তবু দেব না দেব না
দেব না গোলার ধান ।।
দেব না আমার মাঠের সবুজ আর
খামারে সাজানো ফসলের সম্ভার
আমি দেব না অবুঝ সবুজ সোনালি
রূপালি গলার গান।।
রক্তের দামে কিনেছি আমার প্রিয়তম স্বাধীনতা
রক্তেই আমি রাখব যে তার মান
তবু দেব না গোলার ধান ।।
দেব না আমার পাখির মধুর গান,
ঝিরিঝিরি ঐ তটিনীর কলতান।
আমি দেবনা অবুঝ সবুজ সোনালি
রূপালী ফুল বাগান।।