আমি সাগরেরও নীল নয়নে মেখেছি
ঐ চৈতালী রাতে
ফুল কঙ্কন পরেছি
দখিনও হাতে…।।
বনলতা দিয়ে দোলনা বেঁধেছি আর
কণ্ঠে পরেছি গানের অলংকার
অঙ্গ ভরেছি তোমার প্রেমের
অপরূপ তন্দ্রাতে ।।
এ মধু প্রহরে আকাশ বাসরে
দু’টি নীল তারা জ্বলছে
হয়তো বা তারা তোমার আমার
স্বপনের কথা বলছে ।।
তাই ভেবে আমি প্রদীপ জ্বালিনি আর
সরায়ে দিয়েছি মায়াবী অন্ধকার
তোমার আমার এই সুরভিত
বেদনার মোহনাতে ।।